Father\'s Day: পিতৃ দিবসের শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিন বাবাকে

2022-08-24 1

এসে গেল ফাদার্স ডে অর্থাৎ বাবা দিবস। ১৯ জুন গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বাবা দিবস। মা দিবসের পাশাপাশি বর্তমানে বাবা দিবসেও বিভিন্ন রকম অনুষ্ঠানে মেতে ওঠেন মানুষ। বাবার প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর ১৯ জুন এই দিনটিকে পালন করা হয়।1